গুগল সার্চে ফেসবুক লাইক বাটন
কোন লিংক বা আর্টিকেল পছন্দ হলে আমরা সাধারণত ফেসবুকে লাইক করে থাকি। ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা গুগল সার্চের কোন ফলাফল পছন্দ হলে ফেসবুকে লাইক করতে পারবে। এজন্য http://crossrider.com/install/124-google-like থেকে এ্যাড-অন্স/প্লাগইনটি ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন। এবার গুগলে সার্চ করে দেখুন ফলাফলের ডানে ফেসবুক লাইক বাটন দেখা যাচ্ছে এবং কত লাইক করা হয়েছে তার সংখ্যারও আছে। ফেসবুকে লগইন করা থাকলে ইতিপূর্বে লাইক করা ব্যাক্তিদের ছবিও দেখা যাবে।