ফেসবুকের বন্ধুদের জন্মদিনের তথ্য গুগল ক্যালেন্ডারে নেওয়া

গুগল ক্যালেন্ডারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসএমএস এর মাধ্যমে রিমাইন্ডার পাওয়া। ফলে জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার (ইভেন্টের) বিষয় আগে থেকে জানা যায় এসএমএস এর মাধ্যমে। গুগল ক্যালেন্ডারে যদি সহজেই জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকের বন্ধুদের জন্মদিন বা গুরুত্বপূর্ণ ঘটনার আনা যায় তাহলে কেমন হয়!
এজন্য গুগলে এবং ফেসবুকে লগইন অবস্থায় https://www.facebook.com/events/calendar ইভেন্টে যান।
এবার Today বাটনের ডানে সেটিংস এ ক্লিক Export এ ক্লিক করুন।
fb2gcal
Exports Events & Birthdays নামে পপআপ উইন্ডো আসলে export your friends’ birthday লিংকে মাউসের ডান বাটন ক্লিক করে লিংকটি কপি করুন।
fb2gcal
এবার গুগলে লগইন করে গুগল ক্যালেল্ডারের বাম পাশের প্যানেলে Other calendars এর ড্রপডাউনে ক্লিক করে Add by URL এ ক্লিক করুন এবং ফেসবুকের লিংকটি পেষ্ট করে Add Calendar বাটনে ক্লিক করুন। তাহলে Friends’ Birthdays নামের একটি ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডারে যুক্ত হবে।
fb2gcal
এখন এসএমএস নোটিফিকেশন সেট করলেই জন্মদিনের আগে মোবাইলে এসএমএস চলে আসবে।
গুগল ক্যালেল্ডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন www.shamokaldarpon.com/?p=1527 লিংক থেকে।

৪ Comments on "ফেসবুকের বন্ধুদের জন্মদিনের তথ্য গুগল ক্যালেন্ডারে নেওয়া"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস