সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ারফক্সকে রাঙিয়ে নিন

admin | August 20, 2008, 11:16 PM

জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ফায়ারফক্সকে রাঙিয়ে তুলতে অনেকে এ্যাড-অন্স থীম ইনষ্টল করে থাকে, কিন্তু এতে যায়গা বেশী লাগে এবং পরিবর্তন বা পছন্দ করা বেশ ঝামেলার। কিন্তু আপনি যদি মজিলা ল্যাবের পার্সোনাস এ্যাড-অন্স (৩০ কিলোবাইট) ইনষ্টল করেন তাহলে ইচ্ছামত থীম পরিবর্তন করতে পারবেন কয়েক সেকেন্ডে। এজন্য http://labs.mozilla.com থেকে Personas এ ক্লিক করুন এবং download it এ ক্লিক করে (বা https://labs.mozilla.com/projects/personas/xpi/personas-latest.xpi থেকে সরাসরি) ইনষ্টল করুন। এবপরে ফায়ারফক্স রিস্টার্ট করলে দেখবেন স্ট্যটাসবারের একেবারে বামে একটি শিয়ালের চিহ্ন এসেছে। এই শিয়ালের উপরে ক্লিক করলে থীমের মেনু আসবে। এখন থীমের মেনু থেকে আপনার ইচ্ছামত যেকোন থীমে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার ফায়ারফক্সের থীম পরিবর্তন হয়ে যাবে। আর মূল থীমে ফিরে আসতে Use Default এ ক্লিক করলেই হবে।

মন্তব্য করুন