সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মে, ২০২৩ ইং | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কথা বলবে গুগল ট্র্যান্সলেট

মেহেদী আকরাম | December 2, 2010, 11:48 PM

ভাষার সমস্যাকে দুর করে পৃথিবী এবং পৃথিবীর মানুষকে আরো জানতে গুগল ট্র্যান্সলেটের (গুগল অনুবাদকের) জুড়ি নেই। বর্তমানে গুগল ট্র্যান্সলেট দ্বারা এক ভাষা হতে অন্য ৫০টিরও বেশী ভাষাতে অনুবাদ করা যায়, যদিও এতে আমাদের মাতৃভাষা বাংলা নেই। http://translate.google.com থেকে টেক্সট, সম্পুর্ণ ওয়েব সাইট বা ডকুমেন্ট অনুবাদ করা যায়। এছাড়াও প্লাগইন দ্বারাও ওয়েবসাইট অনুবাদ করা যায়। সম্প্রতি গুগল ট্র্যান্সলেট দ্বারা অনুবাদকৃত লেখাকে পড়ে শোনানোর ব্যবস্থা করেছে গুগল। এছাড়াও অনুবাদকৃত লেখার ফনেটিকও রয়েছে। অনুবাদকৃত ভাষা শুনতে গুগল ট্র্যান্সলেট থেকে অনুবাদ করার পরে Listen বাটনে ক্লিক করলেই হবে।

২টি মন্তব্য

মন্তব্য করুন