উইন্ডোজ বা অফিসের অ্যাকটিভেশন ব্যাকআপ বা রিস্টোর করা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ বা অফিসের লাইসেন্স অ্যাকটিভ করা থাকলে পরবর্তীতে উইন্ডোজ বা অফিস ইনস্টল করলে নতুন করে লাইসেন্স অ্যাকটিভ করতে হয়। তবে অ্যাকটিভেশন ব্যাকআপ করে রাখলে পরবর্তীতে অ্যাকটিভেশন রিস্টোর করলেই হবে। এমনই একটি সফটওয়্যার হচ্ছে অ্যাডভান্স টোকেন্স ম্যানেজার।
অ্যাকটিভেশন ব্যাকআপের জন্য সফটওয়্যারটি চালু করে Backup Activation বাটনে ক্লিক কর্বন। তাহলে Windows Activation Backup ফোল্ডারে অ্যাকটিভেশন সেভ হবে। একই ভাবে নিচে Office Activation Backup এ ক্লিক করে Backup Activation বাটনে ক্লিক করলে অফিসের অ্যাকটিভেশন ব্যাকআপ সেভ হবে।
Advanced Tokens Manager
অ্যাকটিভেশন রিস্টোর করতে Restore Activation বাটনে ক্লিক করলে অ্যাকটিভেশন রিস্টোর হবে। একইভাবে অফিসের ব্যাকআপ রিস্টোর করা যাবে।
চাইলে অ্যাকটিভেশন ডিলিট করতে পারেন। পোর্টেবল এবং ফ্রি এই সফটওয়্যারটি http://goo.gl/eXCCN থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস