একসাথে একাধিক ম্যাসেঞ্জার খোলা
সাধারণত একটি কম্পিউটার একসাথে একই ম্যাসেঞ্জার একাধিক খোলা যায় না। যেমন আপনি যদি ইয়াহু! ম্যাসেঞ্জারে লগইন করেন তাহলে আরেকটি আইডি ব্যবহার করতে নতুন আরেকটি ম্যাসেঞ্জার খুলতে পারবেন না। এমনই ভাবে গুগলেও একই সাথে একাধিক আইডি ব্যবহার করতে একাধিক ম্যাসেঞ্জার খোলা যায় না। আপনি যদি নতুন করে ম্যাসেঞ্জার খুলতে চান তাহলে পূর্বের খোলা ম্যাসেঞ্জারই চলে আসবে নতুন করে লগইন করার সুযোগ দেবে না। কিন্তু একটু ভিন্ন পন্থায় আপনি একাধিক আইডি ব্যবহার করতে একই সাথে একই কম্পিউটার ম্যাসেঞ্জার খুলতে এবং লগইন করে চ্যাটিং করতে পারবেন।
এজন্য ডেক্সটপে (বা অন্য কোথাও) আপনার ম্যাসেঞ্জারের আরেকটি শর্টাকাট কপি তৈরী করুন এবং মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার Target এর টেক্সট বক্সের শেষে /nomutex লিখুন। এরপরে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত লিখে YahooPlural.reg নামে নেভ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\yahoo\pager\Test]
“Plural”=dword:00000001.
এবার YahooPlural.reg চালু করে নতুন তৈরী করা ইয়াহু! ম্যাসেঞ্জারের শর্টকাট চালু করুন এবং অন্য আরেকটি আইডি ব্যবহার করে লগইন করুন। একই ভাবে আপনি গুগলটক একাধিক খুলতে পারবেন।
boss__hoina to
ar akto detail bola jai?
khub upokrito hobo.
না হওয়ার কিছু নেই। আমারতো হয়। আমি এভাবে ব্যবহার করছি। আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। ঠিক ভাবে চেষ্টা করুন।
notun shortcut_a /nomutex likbar por seta apply korte gele error message dei.
Kono somadhan ache?
ভাই আমারও তো হচ্ছে না। কারন কি?
Ok
“C:\Program Files\Yahoo!\Messenger\YahooMessenger.exe” /nomutex
লিখুন। (অন্য ড্রাইভ বা লোকেশন হলে পরিবর্তন করে নিন।)
onno drive ba location pariborton seta ki babe korb
kono mate hosse na.pls bhai ki babe korbo details
likle kusi hobo.