সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৮শে মে, ২০২৩ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ারফক্সে একাধিক হোমপেজ

admin | December 6, 2007, 7:57 AM

সাধারণত কোন ওয়েব ব্রাউজারে হোমপেজ সেট করা থাকলে যখন ব্রাউজারটি খোলা হয় তখন সয়ংক্রিয়ভাবে উক্ত পেজটি (ওয়েবসাইট) খোলে। প্রায় সবগুলো ওয়েব ব্রাউজারেই একটি মাত্র হোমপেজ সেট করা যায়। কিন্তু মজিলা ফায়ারফক্সে এক বা একাধিক হোমপেজ সেট করা যায়। এজন্য ফায়ারফক্স খুলে টুলস মেনু থেকে অপশনস্ এ ক্লিক করুন এবং Home Page অংশে https://www.shamokaldarpon.comk | http://mehdiakram.wordpress.com লিখুন (এভাবে আরো সাইট যোগ করতে পারেন) এবং Ok বাটনে ক্লিক করুন। এরপরে ফায়ারফক্সটি বন্ধ করে আবার খুললে ওয়েব সাইট দুটি পরপর দুটি ট্যাবে খুলবে।

মন্তব্য করুন