রাজনীতিবিদ
রাজনীতিবিদরা খড়গ হাতে, কাটছে মানুষ দিনে রাতে,
তবুও মোরা ক্ষমতাটা, দিচ্ছি তুলে তাদেরই হাতে।
নষ্ট, পচা, বাসি যারা, রাজনীতিতে আসছে তারা,
দ্বীপ্তি পূর্ণ এ সমাজটা, তাদের জন্য হচ্ছে জরা।
প্রতিশ্রুতি কেউই রাখেনা, শুধুই করে তাল বাহানা,
রক্ত চোষার মন্ত্রটা, তাদের ভালই আছে জানা।
ওরাই আজ দেশটাকে, দূনীতির শীর্ষে রাখে,
উঠুক ফুলে পকেটটা, দেশের মানুষ মরুক ধুকে।
উঠবে জেগে দেশের মানুষ, তবুও ওদের হবেনা হুস,
পরবে ধরা একের পর একটা, এতেই হবে তারা বেহুস।
আস্থাকুড়ে পড়বে ওরা, সেদিন হবে সবই সারা,
সোনায় গড়া প্রাসাদটা, সেদিন তারে দেবেনা ধরা।
শিরঃ উচিয়ে উঠবে ভিতু, ওদের মুখে মারবে থুথু,
ওদের দেখে কোলের শিশুটা, বলবে উঠে ওয়াক থু।।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
(১৯ বৈশাখ ১৪১৩/মিরপুর, ঢাকা)