সমরাঙ্গন
জীবনটা হলো সমরাঙ্গন, জিততে হলে কর পণ,
পিছু থেকোনা মনে,
ঝেড়ে ফেলো বার্ধক্য, সৃষ্টি কর পার্থক্য
অতীত বর্তমানে।
নবীন তুমি সংগ্রামী তুমি, হইবে তুমি সমরগামী,
অন্দরে তুমি নও,
সমরে এস আপন মনে সংগ্রাম কর দৃঢ় পণে,
জয়ের মালা নাও ॥
(১৩ ফাল্গুন ১৪০৪/পিয়ার পুর)