সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেইল সেন্ড করার পরে আনডু করা

admin | March 23, 2009, 12:57 PM

জিমেইলে মেইল সেন্ড করার পরে আপনি যদি মনে করেন কোন ভুল হয়েছে, ভুল ঠিকানাতে পাঠিয়েছেন, কোন তথ্য কম বা বেশী হয়েছে বা অন্য কারণে মেইল পাঠাবেন না তাহলে আনডু করার সুয়োগ আছে। এজন্য জিমইেল খুলে Settings থেকে Labs ট্যাবে যান। এবার Undo Send এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার ট্যাবে এসে দেখুন Undo Send এ ৫ সেকেন্ড নির্বাচন করা আছে না থাকলে ৫ সেকেন্ড নির্বাচন করুন। ব্যাস এবার থেকে মেইল করলে উপরে Undo আসবে যা স্থায়ি হবে ৫ সেকেন্ড। আপনি মেইল সেন্ড করার ৫ সেকেন্ডের ভিতরে Undo তে ক্লিক করলে মেইল কম্পোজে ফিরে আসবে। তবে কিছু ব্রাউজারের পুরাতন সংস্করণ জিমইেল ল্যাব সমর্থন করে না, সেক্ষেত্রে এই সুবিধা পাবেন না।

মন্তব্য করুন