নোকিয়া মোবাইল থেকে ফ্লিকারে ছবি আপলোড করা
মোবাইল ইন্টারন্টে এখন পরিচিত শব্দ। যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন বা মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে তাদের জন্য সুখবর হচ্ছে নকিয়া মোবাইল (এন সিরিজের) থেকে ফ্লিকারে সরাসরি ছবি আপলোড করা যাবে। এজন্য অবশ্য ফ্লিকারে একাউন্ট থাকতে হবে। মোবাইলের মাধ্যমে ফ্লিকারে ছবি আপলোড করতে হলে প্রথমে www.flickr.com/nokia তে ঢুকুন এবং ইউজার নাম এবং পাসওয়ার্ড নিয়ে লগইন করুন। যদি এই সেবা কোন কারণে না পাওয়া যায় তাহলে ফ্লিকার থেকে এ্যাপলিকেশন ডাউনলোড করে সেবা পেতে পারেন। এবার সরাসরি Web Upload এর মাধ্যমে ছবি আপলোড করতে পারেন। এছাড়াও কোন সাহায্য নতুন কিছু জানার জন্য www.flickr.com/help/nokia সাইট দেখতে পারেন।
্চিবব াবদজি যজডিা্