সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইন থেকেই পড়ুন পিডিএফ ফাইল

admin | January 21, 2008, 11:28 PM

জনপ্রিয় ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ (PDF – Portable Document Format) পড়তে মাঝে মাঝে বেশ ঝামেলাই পড়তে হয়। বিশেষ করে অন্যের কম্পিউটারে বা ক্যাফেতে পিডিএফ রিডার ইনষ্টল করা না থাকলে পিডিএফ ফাইল পড়া যায় না। আবার পিডিএফ রিডার সফটওয়্যারটি ইনষ্টল করার মত পরিবেশ নাও থাকতে পারে। তবে আপনি যদি অনলাইনে থাকেন তাহলে কোন ঝামেলা ছাড়ায় ওয়েব সাইটে পিডিএফ ফাইল পড়তে পারেন। কোন সফটওয়্যারের সাহায্য ছাড়ায় অনলাইন থেকে সরাসরি পিডিএফ পড়া যাবে http://view.samurajdata.se সাইট থেকে। এই সাইটের সুবিধা হচ্ছে এখানে ফাইলটির ওয়েব ঠিকানা লিখে View বাটনে ক্লিক করলে সরাসরি পিডিএফ দেখা যাবে। এছাড়াও কম্পিউটারের ফাইলও পড়ার ব্যবস্থা আছে। এই সাইটে পিডিএফ ফাইলের পাশাপাশি পোষ্টস্ক্রিপ্ট, সঙ্কুচিত পোষ্টেডস্ক্রিপ্ট এমনকি ওয়ার্ডের ফাইলও পড়া যাবে। এছাড়াও এই সফটওয়্যার ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। এই সাইট ছাড়াও www.pdfescape.com ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করে পিডিএফ ফাইল পড়া যাবে।

মন্তব্য করুন