সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নিটরো পিডিএফ রিডার

মেহেদী আকরাম | October 28, 2010, 1:45 AM

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা পিডিএফ খুবই জনপ্রিয় ডকুমেন্ট ব্যবস্থা। পিডিএফ পড়ার জন্য এডোবি পিডিএফ রিডার সবচেয়ে সমাদৃত সফটওয়্যার তেমনই পিডিএফ ফাইল তৈরী করা বা সম্পাদনা করার জন্য এ্যডোবি এক্রোবেট অসাধারণ। তবে বিকল্প হিসাবে বিভিন্ন ছোট ছোট পিডিএফ রিডার, পিডিএফ ক্রিয়েটরও বেশ কাজে দেয়। এমনই একটি পিডিএফ রিডার ও ক্রিয়েটর হচ্ছে নিটরো পিডিএফ রিডার। নিটরো পিডিএফ রিডার দ্বারা পিডিএফ পড়াসহ যেকোন ডকুমেন্ট বা ওয়েব পেজকে পিডিএফ তৈরী করা এবং পিডিএফ ডকুমেন্টে নতুন লেখা বা ডিজিটাল সাক্ষর সংযোজন করা যাবে। মাইক্রোসফট অফিস ২০০৭ এর গ্রাফিক্যাল আদলে তৈরী করা ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.nitroreader.com থেকে ডাউনলোড করা যাবে যা উইন্ডোজের সকল সংস্করণে চলবে।

মন্তব্য করুন