সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এক সফটওয়্যারে চলবে প্রায় সকল ধরনের ফাইল

মেহেদী আকরাম | September 3, 2010, 2:35 PM

অফিস ফাইল চালাতে যেমন কম্পিউটারে অফিস ইনস্টল থাকতে হয় তেমনই মিডিয়া ফাইল চলাতে মিডিয়া প্লেয়ার থাকতে হয়। তবে যদি ইউনিভার্সেল ভিউয়ার থাকে তাহলে এসব কোন সফটওয়্যার ইনস্টল থাকার দরকার নেই। ইউনিভার্সেল ভিউয়ার দ্বারা প্রায় ইমজে ফাইল, মিডিয়া ফাইল, ইন্টারনেট রিলেটেড ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস ইত্যাদি সকল ফাইল সমর্থন করে। এছাড়াও টেক্সট ফাইলগুলোকে প্লেন টেক্সটে রূপান্তর করা যায়। সফটওয়্যারটির ইনস্টলার এবং বহনযোগ্য সংস্করণ www.uvviewsoft.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন