ডিক্স স্পিডআপ: ডিফ্রাগমেন্টেশন টুলস

কম্পিউটারের হার্ডডিক্স ডিফ্রাগমেন্ট করার জন উইন্ডোজের সাথে মাইক্রোসফটের নিজস্ব টুলস আছে। এছাড়াও বিভিন্ন টুলস দ্বারা ডিক্স ডিফ্রাগমেন্ট করা যায়। এমনই একটি ডিফ্রাগমেন্টেশন টুলস হচ্ছে ডিক্স স্পিডআপ। ফ্রিওয়্যার এই সফটওয়্যার দ্বারা অটো ডিফ্রাগ, শিডিউল ডিফ্রাগ, অপটিমাইজ, অ্যানালাইজ করা যাবে। এছাড়াও ডিফ্রাগমেন্টের পরে সয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধের সুবিধাও আছে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একসাথে সবগুলো ড্রাইভ ডিফ্রাগমেন্ট করা যায়। মাত্র ২ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.glarysoft.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস