সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হালখাতা

admin | January 1, 2008, 12:19 AM

তোমার হলো শুরু আর আমার হলো সারা
কবি গুরুতো বলে গেছেন এটা নতুনের ধারা।
কমলো আয়ু, বাড়লো বয়স, হারিয়ে গেল বছর
তবু মোদের ভ্রুক্ষেপ নেই নতুনকে চাই সাদর।
শেষের থেকেই শুরু হবে, নতুন আশার আলো
নতুন বছরে সকল সময় পুরাতন থেকে ভালো।
তবুও রিক্ত সিক্ত রছরটাকে এসো দেখি ফিরে।
কত কিছুই না ঘটল হেথা, মনে কি আর পড়ে!
মোরা কি করেছি এবছরে, কি করবো আগামীতে
সবকিছুরই রাখবো হিসাব শুভ এই হালখাতাতে।

ঢাকা, ১৭ পৌষ ১৪১৪, ৩১-১২-০৭

মন্তব্য করুন