সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গুগল ইমেজ সার্চে নতুন সুবিধা

মেহেদী আকরাম | July 20, 2010, 10:17 PM

জনপ্রিয় সার্চ ইঞ্জিস গুগল তাদের ইমেজ সার্চে (http://image.google.com) নতুন কিছু সুবিধা দিয়েছে। আলাদা পেজে ফলাফল না এসে একই সাথে মোট ২৮ পেজের ১৮টি করে ছবি প্রদর্শিত হবে। তবে সর্বশেষের Show more result বাটনে ক্লিক করলে আরো ফলাফল আসবে। এজাক্স ব্যবহারের ফলে ছবির উপরে মাউস রাখলে ছবির ক্যাপশন, নাম, সাইজ, লোকেশন দেখা যাবে। এছাড়াও তুলনামূলক ছোট সাইজের ছবি বড় আকারে দেখা যাবে।

মন্তব্য করুন