সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কম্পিউটার নিরাপদ রাখুন ইমারজেন্সি কিট দ্বারা

মেহেদী আকরাম | July 22, 2010, 10:23 PM

কম্পিউটার ভাইরাসের সমস্যা এখন নিত্যদিনের ব্যাপার। প্রায় সবাইকে এটা নিয়ে ভুগতে হয়। কম্পিউটারকে প্রায় ৪০ লক্ষর মত বিভিন্ন ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, এ্যাডওয়্যার থেকে মুক্ত করা যায় ইমসিসফট ইমারজেন্সি কিট দ্বারা। বহনযোগ্য এই সফটওয়্যার দ্বারা কম্পিউটারের ভাইরাস, ট্রজন, ওয়ার্ম, স্পাইওয়্যার, এ্যাডওয়্যার, কিলগার ইত্যাদি স্ক্যান এবং ক্লিন করা যাবে। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.emsisoft.com থেকে নামানো যাবে। তবে এই http://freeandfreeware.blogspot.com/2010/07/emsisoft-emergency-kit.html সাইটে ৯৩ টি মিরর ডাউনলোড লিংক আছে। ফলে মূল সাইট থেকে ডাউনলোডে সমস্যা হলেও মিরর ডাউনলোড লিংক থেকে তা নামানো যাবে।

মন্তব্য করুন