সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নিমবাজ দ্বারা চ্যাটিং করা

মেহেদী আকরাম | June 22, 2010, 12:51 PM

অনলাইনে চ্যাটিং করার জন্য প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানেররই নিজস্ব ডেক্সটপ ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার রয়েছে। তারপরেও একটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার দ্বারা যদি জনপ্রিয় সকল সাইটের চ্যাটিং সুবিধা পাওয়া যায় তাহলে কেমন হয়! এমনই একটি সফটওয়্যার হচ্ছে নিমবাজ। মোবাইলে ব্যবহার উপযোগী নিমবাজ এখন কম্পিউটারেও (উইন্ডোজ এবং ম্যাক) ব্যবহার করা যাবে। এতে ইয়াহু!, গুগল (জিমেইল, গুগল এ্যাপস), উইন্ডোজ লাইভ (হটমেইল, লাইভ, এমএসএন ইত্যাদি), ফেসবুক, মাইস্পেস, এআইএম, আইসিকিউ, গাডুগাডু এবং হাইভেস একাউন্ট ব্যবহার করা যাবে। আর মোবাইলে বাড়তি হিসাবে স্কাইপ ব্যবহার করা যাবে। এছাড়াও এখানকার স্ট্যাটাস সকল একাউন্টের সাথে যেমন যুক্ত হবে তেমনই টুইটারে পোষ্ট করার ব্যবস্থাও আছে। নিমবাজ ব্যবহার করলে একাধিক একাউন্টের জন্য আলাদা আলাদা ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার ইনস্টল না করে নিমবাজ দ্বারাই চ্যাটিং করা যাবে। ওয়েবসাইটটির ঠিকানা www.nimbuzz.com

মন্তব্য করুন