সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফ্রি এসএমএস করুন ফেসবুককে ব্যবহার করে

মেহেদী আকরাম | June 13, 2011, 3:58 PM

আমরা জানি যে ফেসবুকে স্ট্যাটস বা ম্যাসেজ বিনামূল্যে এসএমএস হিসাবে মোবাইলে পাওয়া যায়। এই সুবিধাটা ব্যবহার করে ফেসবুকের বন্ধুদেরকে বিনামূল্যে এসএমএস পাঠাতে পারেন। বাংলাদেশের প্রায় সকল অপারেটরই ফেসবুক সমর্থন করে। এজন্য ফেসবুকের ব্যবহারকারীদেরকে মোবাইল নোটিফিকেশন সক্রিয় করতে হবে। এরপরে বন্ধুদেরকে এসএমএস দিতে চাইলে ফেসবুকের ম্যাসেজে লিখলেই বন্ধুর মোবাইলে এসএমএস হিসাবে পৌছে যাবে। তবে এসএমএস এর ক্যারেক্টার ৫০ হলে ভাল হয়, কারণ সেন্ডারের নাম এবং আরো কিছু টেক্সট এসএমএস এর সাথে আসে।

মন্তব্য করুন