সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টুইটার থেকে ফেসবুকের প্রোফাইলে বা পেজে স্ট্যাটাস আপডেট করা

মেহেদী আকরাম | March 28, 2010, 9:59 PM

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারের স্ট্যাটাস বিভিন্নভাবে ফেসবুকের প্রোফাইলে আপডেট করা যায়। কিন্তু ফেসুবুকের পেজে আপডেট করার মত পদ্ধতি কমই আছে। টুয়িটপোস্ট সাইট থেকে একাধিক টুইটারের স্ট্যাটাস একাধিক ফেসুবকের প্রোফাইল বা পেজে আপডেট করা যায়।
এজন্য www.tweetpo.st সাইটে গিয়ে Sign up or login অংশে f Connect বাটনে ক্লিক করে ফেসবুকের Connect with Facebook এ্যাপলিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন ও লগইন করুন। এবার Add Twitter ট্যাবে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটার একাউন্টের সাথে দিয়ে অথোরাইজেশন করুন। এবার পরবর্তী Add Facebook ট্যাবে Add Profile or Page বাটনে ক্লিক করে ফেসবুকের সাথে অথোরাইজেশন করে প্রোফাইল বা পেজ নির্বাচন করে Next করুন। এখন ইচ্ছামত লেবেল লিখে প্রয়োজনীয় পরিবর্তন করে Done! বাটনে ক্লিক করে সমাপ্ত করুন এবং See all your connections বাটনে ক্লিক করে সেটিং পাতায় ফিরে আসুন। এভাবে আরো সংযোগ স্থাপন করতে চাইলে + New connection বাটনে ক্লিক করে আরো সংযোগ স্থাপন করতে পারেন।

মন্তব্য করুন