সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ারফক্সের পাসওয়ার্ড আদান প্রদান

admin | November 24, 2008, 10:58 PM

ফায়ারফক্সের একটি বড় সুবিধা হচ্ছে পাসওয়ার্ড সেভ করে রাখা যায়। আপনি চাইলে ওয়েব লগইন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে না হয়। বিশেষ করে ব্যাক্তিগত কম্পিউটারে ফায়ারফক্স ব্যবহারকরীরা এই সুবিধা নিয়ে থাকেন। কিন্তু আপনি কোন কারণে যদি অপারিটিং সিস্টেম নতুন করে ইনষ্টল করতে চান তাহলে পাসওয়ার্ডগুলো মুছে যাবে। ফলে নতুন অপারেটিং সিস্টেমে নতুন ভাবে সকল পাসওয়ার্ড সেভ করতে হবে। আপনার সেভ করা পাসওয়ার্ড নতুন অপারেটিং সিস্টেমের ফায়ারফক্সে বা নতুন করে ইনষ্টল করা ফায়ারফক্সে আনার ব্যবস্থা করা যাবে পাসওয়ার্ড এক্সপোর্টার এ্যাড-ইন্স দ্বারা। https://addons.mozilla.org/en-US/firefox/addon/2848 থেকে এ্যাড-ইন্স ইনষ্টল করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন। Options মেনু থেকে Security ট্যাবে গিয়ে দেখুন Export/Import Passwords বাটন এসেছে। এখানে থেকে আপনি সহজে পাসওয়ার্ড এক্সপোর্ট এবং ইমপোর্ট করতে পারবেন।

মন্তব্য করুন