সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অফলাইনে দেখা যাবে মানচিত্র

মেহেদী আকরাম | March 26, 2010, 9:26 PM

বিশ্বের মানচিত্র দেখার জনপ্রিয় সাইট হচ্ছে গুগল ম্যাপস। এছাড়াও ক্লাউড মুড, ওপেন স্ট্রিট ম্যাপ, ইয়াহু ইত্যাদি রয়েছে। কিন্তু এসব ম্যাপসের সাইট থেকে মানচিত্র ডাউনলোড বা অফলাইনে দেখার কোন ব্যবস্থা নেই‌। তৃতীয় পক্ষের বিভিন্ন সফটওয়্যার দ্বারা মানচিত্র ডাউনলোড এবং অফলাইনে দেখা যায়। এর মধ্যে জিম্যাপ ক্যাচার অন্যতম।
উইন্ডোজ এবং লিনাক্সের উপযোগী ফ্রীওয়্যার এই সফটওয়্যাটি http://code.google.com/p/gmapcatcher থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। সফটওয়্যারটি চালু করে নিদিষ্ট যায়গা সার্চ করুন। সাধারণত সফটওয়্যারটি চালু করার সময় Offline চেক করা থাকে অনলাইনে সার্চ করার পূর্বে তা আনচেক করুন। এখন দরকারী স্থানটি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে রাখলে উক্ত স্থানগুলো মার্ক হয়ে থাকবে (এ্যড্রেসবারে পাওয়া যাবে) ফলে অফলাইনেও উক্ত ম্যাপটি দেখা যাবে।
জিম্যাপ ক্যাচার দ্বারা গুগল ম্যাপস ছাড়াও ক্লাউড মুড, ওপেন স্ট্রিট ম্যাপ, ইয়াহু, ইনফরমেশন ফ্রিওয়ে, ওপেন সাইকেল ম্যাপ, গুগল ম্যাপ ম্যাকার, ভাচুয়াল আর্থ ইত্যাদি সেবা পাওয়া যাবে।

মন্তব্য করুন