সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা

বিভিন্ন ভিডিও এ্যাডিটিং সফটওয়্যারের সাহায্যে ছবি এবং অডিও গান দ্বারা ভিডিও গান তৈরী করা যায়। এজন্য কিছুটা দক্ষ হতে হয়। কিন্তু কোন দক্ষতা ছাড়ায় এ কাজটি সহজেই করা যায় ইউমিউজিক সফটওয়্যার দ্বারা। মাত্র ৫০৩ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://umusic.codeplex.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে jpg ফরম্যাটের ছবি mp3 ফরম্যাটের অডিও ব্রাউজ করে এনে Create Video বাটনে ক্লিক করলে WMV ফরম্যাটের ভিডিও তৈরী হবে।
সফটওয়্যারটি দ্বারা তৈরী করা ভিডিও ইউটিউব এবং রেপিড শেয়ারে আপলোড করা যাবে।

১৪ Comments on "সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা"

  1. আসসলামু আলাইকুম
    বাংলাদেশের জাতীয় আইডি কার্ড দেখার জন্য কী কোন ওয়েব সাইট আছে।
    যদি থাকে দয়া করে পাটিয়ে দিন।
    জহির জেলা- ফেনী। পরশুরাম থেকে। আল্লাহ হাফেজ।

  2. ভাইয়া, আমি Photoshop্এর কাজ শিখতে চাই। কিন্তু আমি English ভাল জানি না। কোন বাংলা সাইট আছে কিন্বা কোন পরামর্শ দেবেন ; য়াতে আমি ভাল কাজ শিখতে পারি।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস