সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা

মেহেদী আকরাম | October 19, 2009, 7:46 PM

বিভিন্ন ভিডিও এ্যাডিটিং সফটওয়্যারের সাহায্যে ছবি এবং অডিও গান দ্বারা ভিডিও গান তৈরী করা যায়। এজন্য কিছুটা দক্ষ হতে হয়। কিন্তু কোন দক্ষতা ছাড়ায় এ কাজটি সহজেই করা যায় ইউমিউজিক সফটওয়্যার দ্বারা। মাত্র ৫০৩ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://umusic.codeplex.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে jpg ফরম্যাটের ছবি mp3 ফরম্যাটের অডিও ব্রাউজ করে এনে Create Video বাটনে ক্লিক করলে WMV ফরম্যাটের ভিডিও তৈরী হবে।
সফটওয়্যারটি দ্বারা তৈরী করা ভিডিও ইউটিউব এবং রেপিড শেয়ারে আপলোড করা যাবে।

১৪টি মন্তব্য

  1. এই সফটওয়্যারের মাধম্যে ভিডিও তে কি স্লাইড ট্রানজিসন এনিমেশন দেয়া যাবে ?

  2. ভাইয়া! খুব ভালো লাগে আপনার পোষ্টগুলো। এ জন্য ধন্যবাদ। আরো পরিশ্রম করে যান। আপনিই হবেন আমাদের রত্ন।

  3. আসসলামু আলাইকুম
    বাংলাদেশের জাতীয় আইডি কার্ড দেখার জন্য কী কোন ওয়েব সাইট আছে।
    যদি থাকে দয়া করে পাটিয়ে দিন।
    জহির জেলা- ফেনী। পরশুরাম থেকে। আল্লাহ হাফেজ।

  4. assalamualaikum,
    vaia , how to use the trial version of expired software with nirsoft?please tell the name of the software, please?

  5. ভাইয়া, আমি Photoshop্এর কাজ শিখতে চাই। কিন্তু আমি English ভাল জানি না। কোন বাংলা সাইট আছে কিন্বা কোন পরামর্শ দেবেন ; য়াতে আমি ভাল কাজ শিখতে পারি।

  6. আমি ডাউনলোড করলাম দেখি কী হয়। আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করুন