গেমগুলোকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখুন

কম্পিউটারে গেম খেলার নেশা শিশুদেরতো রয়েছে এমনকি বড়দেরও আছে। বাসার কম্পিউটার হলে অন্যদেরকে গেম খেলা থেকে রিবত রাখা বেশ কষ্টকর। কিন্তু আপনার অনুপস্থিতিতে কেউ যাতে গেমগুলো চালু করতে না পারে এবং চালু করতে গেলে পাসওয়ার্ড দরকার হয় তাহলে কেমন হতো! Game Protector সফটওয়্যার দ্বারা সহজেই যেকোন গেমের মূল চালক ফাইল পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখা যাবে ফলে গেমটি চালাতে গেলেই পাসওয়ার্ড চাইবে। এভাবে গেমের চালক ফাইল ছাড়াও অনান্য এ্যাপলিকেশনও পাসওয়ার্ড প্রোটেক্ট করা যাবে। পাসওয়ার্ড প্রোটেক্ট করলে অবশ্য একই ফোল্ডারে উক্ত এ্যাপলিকেশনর ব্যাকআপ তৈরী হয়। মাত্র ৩.৯৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি www.gameprotector.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস