পেপস্কাই ফ্রি অডিও কনভার্টার
বিনামূল্যে পাওয়া বিভিন্ন অডিও কনভার্টারে বিভিন্ন ধরনের সীমাবন্ধতা থাকে। তবে পেপস্কাই ফ্রি অডিও কনভার্টারে সে ধরনের কিছু নেই। এতে MP3, WAV, WMA, AAC, AIF, VOC, FLAC, M4A, OGG, AU, FLV, Ges APE ফরম্যাটের অডিও যেমন এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করা যায় তেমনই অডিও সিডি থেকেও এইসব ফরম্যাটে অডিও হাডডিক্সে সেভ করা যায়। এছাড়াও অডিও ফাইল কনভার্ট করার সময় ফাইলটির বিট রেট, ফ্রিকোয়েন্সি, ভলিউম এবং চ্যানেল পরিবর্তন করা যাবে। আর এই ফরম্যাটের অডিওগুলো অডিও, এমপিথ্রি এবং ডাব্লিউএমএ (উইন্ডোজ মিডিয়ার অডিও) ফরম্যাটে সিডিতে রাইট করা যায়। সফটওয়্যারটি www.pepsky.com সাইট থেকে ডাউনলোড করা যাবে।