জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট ফেসবুকে সাধারণত ভিডিও ডাউনলোড করা যায় না। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা সহজেই একটি এ্যাড-অন্স ইনস্টল করে অনায়াসে যেকোন ভিডিও ডাউনলোডের পাশাপাশি কনভার্ট, এ্যামবেট এবং কোড কাস্টমাইজ করতে পারবে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9614 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে। তাহলে ফেসবুকের ভিডিওর নিচে Download Video | Convert Video | Embed this Video | Customize Code আসবে। ভিডিও ডাউনলোড করলে MP4 ফরম্যাটে সেভ হবে। আর কনভার্ট করলে www.zamzar.com সাইটের মাধ্যমে অনলাইন কনভার্ট হবে।
ধন্যবাদ মেহেদী ভাই।ফায়ারফক্স এর
আরো এ্যাড-অন্স সর্ম্পকে জানা দরকার।
কিভাবে জানা যায়,কোন লিংক দিতে পারবেন মেহেদী ভাই।
https://www.shamokaldarpon.com/?tag=addons
Thanks.we need more tips.
মেহেদী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মেহেদী ভাই আমি ফেইসবুক থেকে ভিডিও ডাউনলোড করে প্লে করলে অডিও হিসেবে প্লে হয় ভিডিও দেখায় না । সমাধান জানালে খুশি হব।
কোন ফরম্যাটে ডাউনলোড করেছেন?
mp4
FLV ফরম্যাটে ডাউনলোড করে দেখুন।