সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজেই লেখার ডিজাইন করা

মেহেদী আকরাম | August 16, 2009, 12:09 AM

ফটোশপে সহজেই লেখার ডিজাইন করা যায়। কিন্তু যারা ফটোশপ ভালভাবে পাবেন না তারা চাইলে অনলাইনেই যেকোন লেখাকে ৫০টিরও বেশী নির্ধারিত ডিজাইনে পেতে পারেন। এজন্য www.glowtxt.com সাইটে গিয়ে বাম পাশে থেকে পছন্দের ডিজাইন এবং আনুসঙ্গিক বিষয় নির্বাচন করে ডানে টেক্সট বক্সে লিখে Make text বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে লেখার ডিজাইন তৈরী হবে। এটি ডাউনলোড বা লিংক হিসাবেও ব্যবহার করা যাবে। আর ডিজাইন পরিবর্তন করতে চাইলে নিচের নমূনা থেকে পছন্দেরটি নির্বাচন করলেই হবে।

৫টি মন্তব্য

  1. ভাইয়া আপনার কিছু লেখা আমি আমার ওয়েবসাইটে ইংরেজীতে পোষ্ট করতে চাই।
    যদি একটু অনুমতি দিতেন উপকৃত হতাম।

  2. ভাইয়া অনলাইনে ডিজাইন করতে পথ দেখিয়েছেন কিন্তু আমি নিজে কিভাবে ডিজাইন করব সেইট‍া যদি একটু বলতেন….দয়া হয়.

মন্তব্য করুন