ভিএলসি মিডিয়া প্লেয়ারে সবই চলবে

কম্পিউটারে অডিও ভিডিও গান শোনার জন্য আমরা বিভিন্ন মিডিয়া প্লেয়ার ব্যবহার করি। কিন্তু একটি প্লেয়ারে সব ফরম্যাটের গান চলে না। বিশেষ করে 3GP, MP4, MOV, FLV, ASF, AVI, WMV, WMA, AAC, AVI, MIDI, SVCD এ ধরনের ফরম্যাটগুলো সাধারণ মিডিয়া প্লেয়ারে চলে না। ফলে আলাদা আলাদা মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে হয়। কিন্তু ভিএলসি মিডিয়া প্লেয়ারে প্রায় সকল ধরনের ফরম্যাটের অডিও ভিডিও চলে। এমনকি এক ফরম্যাটের অডিও ভিডিও অন্য ফরম্যাটে কনভার্ট করাও যায়। আর সফটওয়্যারটিতে বাংলাসহ অনেকগুলো ভাষাতে ব্যবহার করা যাবে। সফটওয়্যাটির উইন্ডোজসহ অনান্য সকল অপারেটিং সিস্টেমের সংস্করণ রয়েছে। ফ্রি, ওপেন সোর্স এই মিডিয়া প্লেয়ারটি www.videolan.org থেকে ডাউনলোড করতে পারেন।

৪ Comments on "ভিএলসি মিডিয়া প্লেয়ারে সবই চলবে"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস