সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

লুকিয়ে রাখুন যেকোন উইন্ডো

admin | May 14, 2008, 7:14 PM

চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্রাসের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, চলন্ত কোন প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে আনহাইডার সফটওয়্যারের সাহায্যে। ছোট এই সফটওয়্যার দ্বারা আপনি যেকোন উইন্ডো অদৃশ্য করতে পারেন। ফলে অফিসে বা বাসায় ডাউনলোড, গেম বা ওয়েব পেজ ইত্যাদি লুকিয়ে রাখতে পারেন। মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে লুকালেও মূল পটভুমিতে কাজ ঠিকই চলবে। ২১৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.download.com/Unhider থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন