উইন্ডোজ ইনস্টল করুন ফ্লাশ ডিক্স থেকে
জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ সাধারণত সিডি/ডিভিডি থেকে ইনস্টল করা হয়। তবে সিডি/ডিভিডি রম নষ্ট থাকলে বা সিডি/ডিভিডি রম না থাকলে উইন্ডোজ ইনস্টল করার ক্ষেত্রে বেশ বিপাকে পরতে হয়। সেক্ষত্রে ইউএসবি ডিভাইস (ফ্লাশ ডিক্স, মেমোরী কার্ড ইত্যাদি) দ্বারাও উইন্ডোজ ইনস্টল করা যায়। এজন্য ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে হবে।
ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে প্রয়োজন হবে উইন্ডোজের সিডি/ডিভিডি, ৪ গিগাবাইটের মত ফ্লাশ ডিক্স এবং উইনটুফ্লাশ সফটওয়্যার। এতে উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ৭ সমর্থন করে। ৭ মেগাবাইটের মত ফ্রিওয়্যার, বহনযোগ্য উইনটুফ্লাশ সফটওয়্যারটি www.wintoflash.com থেকে ডাউনলোড করে আনজিপ করুন। এবার উইন টু ফ্লাশ সফটওয়্যারটি চালু করুন। এখন WintoFlash Wizard থেকে Windows File Path এ হার্ডডিক্সে থাকা উইন্ডোজের ফোল্ডার অথবা সিডি/ডিভিডি ড্রাইভ ব্রাউজ করতে হবে এবং USB Device এ ব্রাউজ করে কম্পিউটারে সংযুক্ত ফ্লাশ ডিক্স নির্বাচন করতে হবে। এবার Next বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটবেল হিসাবে তৈরী হবে।
ইউএসবি ডিভাইস থেকে কম্পিউটার বুট করতে বায়োসের ফাষ্ট বুট হিসাবে ইউএসবি সেট করে সেভ করে রিস্টার্ট করতে হবে। এরপরে ইউএসবি থেকে বুট হলে প্রথমে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করে সেটআপ করুন এবং উইন্ডোজের ফাইল কপি হবার পরে কম্পিউটার রিস্টার্ট হবে এরপরে 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করে সেটআপ সমাপ্ত করুন।
মেহেদী আকরাম ভাই,
(ডাঃশামীম বলছি ) Windows 7 এ বসে কী usb কে bootable হিসেবে বানান যাবে, আমার কাছে উইনডোজ xp sp3 এর ডিস্ক আছে, pentium বা celeron pc তে এভাবে windows ইন্সটল করা যাবে?
হ্যা যাবে।
My Dear মেহেদী ভাই,
USB হার্ডডিক্স থেকে কি উইন্ডোজ ইনস্টল করা যায় ?
হ্যা।