সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অফিস ২০০৭ থেকে এমবেড ওয়েবপেজ তৈরী

admin | August 28, 2007, 12:54 PM

আমরা বিভিন্নভাবে বাংলাতে ওয়েবপেজ তৈরী করতে পারি। ইউনিকোড ভিত্তিক ওয়েবপেজ তৈরী করলে ওয়েবসাইট ব্যবহারকারীর কম্পিউটারে যেকোন ইউনিকোড ফন্ট থাকতে হবে ফলে অনেক সময় ব্যবহারকারী ফন্ট ইনষ্টলের ঝামেলার কারণে ওয়েব সাইট দেখতে পারে না। আবার পিডিএফে বাংলা দেখালে ওয়েবপেজের সাইজ বড় হয় ফলে পেজ লোড নিতে সময় লাগে। কিন্তু এসব ঝামেলা থেকে মুক্তি পেতে ফন্ট এমবেট করে সার্ভারে রাখলে ওয়েব সাইট ব্যবহারকারীর কম্পিউটারে কোন ফন্ট না থাকলেও ওয়েব পেজের বাংলা দেখা যাবে। আপনি যদি বিজয় সমর্থিত ফন্ট এমবেড করে ওয়েবপেজ তৈরী করেন তাহলে ব্যবহারকারী আপনার সাইটের তথ্য কপি করে যেকোন বিজয়ে ফন্টে তা রুপান্তর করতে পারবে। ফন্ট এমবেট করার সফটওয়্যার থাকলেও অফিস ২০০৭ এ সহজে ফন্ট এমবেট করে ওয়বপেজ তৈরী করা যায়। এজন্য যেকোন ফন্টে আপনার তথ্য লিখুন এবং অফিস মেনু থেকে Word Options -এ ক্লিক করুন। এর বাম পাশের প্যানেল থেকে Save এ ক্লিক করে ডানে Embed fonts in this file চেক বক্সে চেক করুন এবং নিচের দুটি আনচেক করে Ok করুন। এবার ওয়েবপেজ হিসাবে সেভ করুন তাহলে তাহলে দেখবেন যেখানে সেভ করেছেন সেখানে একটি ফোল্ডার তৈরী হয়েছে এবং তাতে প্রয়োজনীয় ফাইলও তৈরী হয়েছে। এবার ফোল্ডারসহ আপলোড করে দেখুন (যে কম্পিউটারের উক্ত ফন্ট নেই) আপনার লেখা দেখা যাচ্ছে।

মন্তব্য করুন