বন্ধ হচ্ছে ইয়াহুর ফটো সেবা

ইয়াহু তাদের ফটো বন্ধের ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে ইয়াহুর ফটো সেবা চিরতরে বন্ধ করা হবে। ইয়াহুর স্ট্যটিক ফটো সেবা বর্তমানে ইন্টানেটের সাথে খাপ না খাওয়াকে বন্ধের কারণ বলে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়াহু ২০০৫ সালের মার্চে ফটো সেবা দেবার জন্য ফ্লিকআর চালু করে কিন্তু সাইটটি বেশী জনপ্রিয়তা অর্জন করতে পারেনি (যেখানে ইয়াহু আইডি ব্যবহার করা যায়)। বর্তমানে ইয়াহু ফটোতে ২ বিলিয়ন ফটো রয়েছে অপরদিকে ফ্লিকআরে রয়েছে ৫০০ মিলিয়ন ফটো। ফ্লিকআরকে জনপ্রিয় করার জন্য ইয়াহু এমনটি করছে বলে অনেকে মনে করছে। ইয়াহু তাদের গ্রাহকদেরকে দুটি সুযোগ দিয়েছে প্রথমত ফটোগুলোকে অনান্য ফটোসাইটে সরিয়ে নেওয়া অথবা ডাউনলোড করা। যেসকল ফটোসাইটে ইয়াহুর ফটো নেওয়া যাবে সেগুলো হলো ফ্লিকআর, কোডাক গ্যালারী, ফটোবাকেট, শাটারফ্লাই এবং স্নাপফিস। ইয়াহু ইউজাররা http://closing.photos.yahoo.com সাইটে লগইন করে উপরোক্ত সাইটের তাদের ফটো সরিয়ে নিতে পারবে খুব সহজে। বর্তমানে ফটোসাইটগুলোর মধ্যে ফটোবাকেটের পরেই ইয়াহু ফটোর ব্যবহার এবং জনপ্রিয়তা ছিলো। এর পরে রয়েছে স্লাইড, ফ্লিকআর, কোডাক গ্যালারী এবং ইমেজ স্যাঙ্ক।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস