অনলাইনে একসাথে ২১টি এন্টিভাইরাসে ফাইল স্ক্যান করা
বিভিন্ন এন্টিভাইরাস ওয়েবসাইটে অনলাইনেই ভাইরাস স্ক্যান করার ব্যবস্থা আছে। তবে একটি সাইটে যদি জনপ্রিয় ২১টি এন্টিভাইরাস দ্বারা ফাইল স্ক্যান করা যায় তাহলে কেমন হয়! এমনই একটি ম্যালওয়্যার স্ক্যান করার ওয়েব সাইট হচ্ছে জ্যোত্তি ডট অর্গ। এই ম্যালওয়্যার স্ক্যান সাইটে বিনামূল্যে ফাইল স্ক্যান করা যাবে। তবে এখানে ১৫ মেগাবাইট পর্যন্ত ফাইল এখানে স্ক্যান করার ব্যবস্থা আছে। সাইটটির ২১টি এন্টিভাইরাসের মধ্যে ক্যাসপারস্কি, এভিরা, বিট ডিফেন্ডার, এভিজি, পান্ডা, এভাস্ট, ড. ওয়েব অন্যতম। সাইটির ঠিকানা www.jotti.org।