সহজেই ইমেজ করুন ইউএসবি ডিস্কের তথ্য
ইউএসবি ড্রাইভ যদি বুটেবল হয় সেক্ষত্রে তথ্যগুলো হার্ডড্রাইভে কপি করে রাখলে পরবর্তীতে ইউএসবি ড্রাইভে রিস্টোর করলে আর বুটেবল থাকে না। অনেক ফাইল থাকলেও কপি করা বেশ ঝামেলার হয়। তবে ইউএসবি ইমেজ টুল সফটওয়্যার দ্বারা ইউএসবি ড্রাইভের সকল তথ্য হুবহু হার্ডড্রাইভে ইমেজ হিসাবে কপি করে রাখা বা পূর্বের ইমেজকে রিস্টোর করা যাবে ফলে বুটেবল ইউএসবির ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না। এই সফটওয়্যার দ্বারা ইমেজ করার সময় জিপ হিসাবেও ইমেজ করা যাবে। আর এই ইমেজকে সিডি/ডিভিডিতে রাইট করা যাবে এবং ভার্চুয়াল ড্রাইভ হিসাবে মাউন্ট করাও যাবে। মাত্র ১৮০ (৩৯৩) কিলোবাইটের পোর্টেবল এই সফটওয়্যারটি www.alexpage.de থেকে ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি চালাতে মাইক্রোসফট ডট নেট ২.০ প্রয়োজন হবে। এছাড়াও এই সফটওয়্যার দ্বারা ইউএসবি ড্রাইভটির বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
I love your Tips.