অনেক সময় মাউস নষ্ট হলে বা অন্য কারণে মাউস ছাড়া কম্পিউটার ব্যবহার করা লাগতে পারে। যে কারণেই হোক না কেন মাউস ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার। আপনি যাদি ফায়ারফক্সে ব্রাউজ করে থাকেন আর মাউসলেস এ্যাড-অন্সটি ইনস্টল করা থাকে তাহলে সহজেই যেকোন লিংকে ঢুকতে পারবেন যা মাউস ক্লিক করার বিকল্প হিসাবে কাজ করবে। এজন্য মূল সাইট www.mouseless.de বা https://addons.mozilla.org/en-US/firefox/addon/879 থেকে ৭২ কিলোবাইটের এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন। এবার ফায়ারফক্সটি পুনরায় চালু করে দেখুন প্রতিটি লিংকের ডানে সংখ্যা এসেছে। এখন উক্ত লিংকে একই উইন্ডোতে ঢুকতে Ctrl কী চেপে উক্ত সংখ্যা চাপুন, নতুন ট্যাবে ঢুকতে Alt কী চেপে উক্ত সংখ্যা চাপুন এবং Ctrl+ Alt কীদ্বয় একসাথে চেপে উক্ত সংখ্যা চাপলে নতুন উইন্ডোজে সাইটটি খুলবে। আপনি চাইলে (Ctrl+Shift+Alt+M চেপে) মাউসলেস ব্রাউজিং অপশন থেকে এসব কী বা অনান্য তথ্য পরিবর্তন করতে পারেন।
“সমকাল দর্পন” ওযেবসাইট টি আমার কাছে খুবি ভাল লেগেছে।এতে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর ব্যাপক আলোচনা থাকে। আমি ব্যক্তিগত ভাবে এই সাইট টি থেকে উপকৃত হযেছি। মেহেদী আকরাম ভাইয়া কে অনেক ধন্যবাদ।
আমি ফাইয়ারফক্রে অটোমেটিক্যালি পাসওয়ার্ড দিতেচাই। মানে, আমি কোন ওয়েবসাইটে লগইন করতেহলে অটোমেটিক্যালি পাসওয়ার্ড সেট হয়েযাবে, এতে আমাকে বার বার পাসওয়ার্ড লিখতে হবেনা। এটা কিভাবে সম্ভব? একটা লেখা চাই।
লগইন করার সময় উপরে একটা মাসজে আসবে। সেখানে Remember করুনম তাহলে পাসওয়ার্ড সেভ থাকবে।
আর না আসলে Tools>Options>Security>Exceptions সবকিছু রিমুভ করে দিন।
রিপ্লাই দেয়ার জন্য ধন্যবাদ
লগইন করার সময় উপরে REMEMBER THIS PASSWORD বাটনে প্রেস করলেও কাজ হয়না। আবার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়।আর Exceptions এর মাঝে কিছূই দেখতে পাচ্ছিনা।একসেপশন বক্র খালি। কি করতে পারি এখন। পরামর্শ চাই
কাজ না হবার কোন কারণ দেখছি না।
নতুন করে নতুন ভার্সন ইনস্টল করে দেখতে পারেন।
ভাইয়া, আপনার সাইটটা খুব সুন্দর। একটা অনুরোধ করি। ব্যককালার সাদা রাখা যায় কিনা একটু ভেবে দেখবেন.