সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

১ গিগাবাইট পর্যন্ত ফাইল পাঠানো যাবে ফায়ারফক্স সেন্ড টুলের সাহায্যে

মেহেদী আকরাম | July 30, 2017, 1:22 AM

মেইলের মাধ্যমে ফাইল পাঠানো যায় সাধারণত ২৫ মেগাবাইট পর্যন্ত তাও আবার সকল ধরনের ফাইল পাঠানো যায় না। বড় এবং সকল ধরনের ফাইল পাঠাতে আমরা বিভিন্ন ওয়েবটুলস ব্যবহার করে থাকি। সম্প্রতি মজিলা ফায়ারফক্স নতুন একটি টুল এনেছে যার সাহায্যে ১ গিগাবাইট পর্যন্ত ফাইল পাঠানো যাবে।
এজন্য যেকোনো ওয়েব ব্রাউজার থেকে https://send.firefox.com এ গিয়ে কাঙ্খিত ফাইলটি ড্রাগ-ড্রপ করে বা Select a file on your computer বাটনে ক্লিক করে Open করলেই একটি লিংক তৈরী হবে। এই লিংকটি কপি (Copy to clipboard) করে যেকোনো মাধ্যমে আপনার কাঙ্খিত ব্যক্তিকে পাঠালে উনি সহজেই Download বাটেন ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
আপলোড করা ফাইল এনক্রিপ্টেড থাকবে এবং ফাইলটি ১ বার ডাউনলোড করলে বা আপলোড করা ২৪ ঘন্টার পার হলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
Firefox Send

৩টি মন্তব্য

মন্তব্য করুন