ফায়ারফক্সে ওয়েবসাইট খোলার জন্য হটকী

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে দ্রুত পছন্দের ওয়েব সাইট খোলার জন্য হটকী ব্যবহার করা যাবে। ফলে কোন সাইটের এড্রেস না লিখেই আপনি আপনার পছন্দের সাইটটি খুলতে পারবেন কয়েকটি কী চেপেই। এজন্য সাইট লাঞ্চার এ্যড-অন্সটি ইনষ্টল করতে হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/10127 সাইট থেকে এ্যড-অন্সটি ইনষ্টল করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন তাহলে দেখবে Help মেনুর বামে Site Launcher নামে একটি মেনু এসেছে। এবার Site Launcher মেনু থেকে Manage Shortcuts এ ক্লিক করলে Site Launcher Management আসবে। এখানে অনেকগুলো ডিফল্ট শর্টকাট আছে। এর মধ্য থেকে আপনার জন্য অপ্রয়োজনীয় শর্টকাটগুলো মুছে ফেলুন। এখন নিচের Key তে হটকী (একটি ক্যারেক্টার) দিন (একই ক্যারেক্টার একাধিকবার ব্যবহার করা যাবে না), Title এ সাইটের নাম এবং URL এ সাইটের ঠিকানা লিখে Add Shortcut এ ক্লিক করে যুক্ত করুন এবং Ok করুন। আপনি চাইলে বাম পাশের Launcher Hotkey এবং Direct to Site Hotkey পরিবর্তন করতে পারেন। এছাড়াও কোন সাইট খোলা থাকা অবস্থায় Site Launcher মেনু থেকে Shortcut This Page ক্লিক করে Key তে হটকী (অক্ষর), Title এ সাইটের নাম লিখে যুক্ত করতে পারেন। এরপরে উক্ত সাইট খুলতে Launcher Hotkey এর শর্টকাট Ctrl + Space চাপলে লাঞ্চপ্যাড আসবে এখানে শর্টকাট কী চাপলেই নতুন ট্যাবে সাইটটি খুলবে। আর সরাসরি হটকী (ডিফল্ট হিসাবে Alt+Shift+ KEY) চেপেও সাইটটি খুলতে পারেন। আপনি চাইলে Site Launcher Management এর Options থেকে লাঞ্চপ্যাডের রঙ পরিবর্তন করতে পারেন।

১ Comments on "ফায়ারফক্সে ওয়েবসাইট খোলার জন্য হটকী"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস