ভুলে গেলে আমায় তুমি করে এ হৃদয় হরন, তবুও নিঠুর তোমা আশায় চঞ্চলা এ মন। চোখের আড়াল রেখে আমাই করলে মনের আড়াল, আমায় ছেড়ে তাই দুরে গেলে পাইনা তোমা নাগাল।
জানি, আমায় পেতে ইচ্ছা করে তোমার ঐ বক্ষ নীড়ে, আমার পানে চেয়ে থাক আমারই অগোচরে, কেন? তুমি দাওনা ধরা আমার উষ্ণ ভুজান্তরে। যদি আমায় তুমি ভালবাসো তবে দুরেই কেন? কাছে এসো, এসে নাইবা তুমি বললে কথা আমার পানে চেয়ে...