মাইক্রোসফট ছাড়ছে বিল গেটস

মাইক্রোসফটের কর্ণধার এবং চিপ সফটওয়্যার আর্কিটেক্ট, বিশ্বে দ্বিতীয় র্শীর্ষস্থানীয় ধনী বিল গেটস শিগগিরই তার নির্মিত শীর্ষ সফটওয়্যার নির্মানকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট ছাড়ছে। গত ১৪ জুন এক প্রেস কনফারেন্সে তিনি এমনই আভাস দেন। মাইক্রোসফট ছাড়ার পরে বিল গেটস ‘বিল এন্ড মেলিন্ডার গেটস ফাউন্ডেশন’ -এ সময় দেবেন যা ২০০০ সালে বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা প্রায় ৩৩০০ কোটি ডলার খরচ করে প্রতিষ্ঠা করেন। শিগগিরই গেটস চিপ সফটওয়্যার আর্কিটেক্ট পদটি মাইক্রোসফটের সিটিও রে ওজি এর কাছে হস্তান্তর করবেন এবং আগামী দুই বছরে রে ওজি’র সাথে কাজ করবেন এবং শুধু মাত্র চেয়ারম্যানের পদেই থাকবেন। গেটস বলেছেন, ‘অবশ্যয় এটা সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন, কিন্তু আমি ২০০৮ সালের জুলাই নাগাত সম্পূর্ণভাবে সরে আসতে প্রস্তুত’।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস