সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. আমি গ্রামীন ফোন মর্ডেম দিয়ে নেট চালাই । ৮-১০ kb র উপর স্পিড পাইনা।কিভাবে এর চেয়ে বেশি স্পিড বাড়াব একটু বলুন ।

  2. ছোট ভাইকে একটা একাউন্ট ফেসবুকে খুলে দেয়ার পর থেকে আর পড়াশোনা করে না । কিভাবে তার একাউন্ট হ্যাক করে ডিজাবল করব জানালে উপকৃত হব ।

  3. আমার toshiba satellite 5200 laptop এর internal DVD ROM নষ্ট হয়ে গেছে, এবং file missing এর কারনে windows open হচ্ছে না। আমি external USB DVD ROM দিয়ে Windows install করার চেষ্টা করেছি কিন্তু কোন ভাবেই USB থেকে CD boot হয় না, আমি এখন কিভাবে windows install করব?

  4. আমার toshiba satellite 5200 laptop এর internal DVD ROM নষ্ট হয়ে গেছে, এবং file missing এর কারনে windows open হচ্ছে না। আমি external USB DVD ROM দিয়ে Windows install করার চেষ্টা করেছি কিন্তু কোন ভাবেই USB থেকে CD boot হয় না, আমি এখন কিভাবে windows install করব?

  5. মেহেদী ভাই, আমি এডবি ইলেস্টেটরে কাজ করা অবস্থায় Save দিচ্ছিলাম, Save দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ‌্যুৎ চলে গেছে। তারপর সেই ফাইলটি আর খুলছে না।
    শুধু লেখা দিচ্ছে
    Acrobat PDF File Format is having difficulties.
    The file is damaged and could not be repaired
    তার নিচে OK আছে। OK করলে আর কিছু আসে না।

    প্লিজ বলবেন একটু তাড়াতাড়ি ফাইলটি খুবই গুরুত্তপুর্ণ

  6. বায়োসে গিয়ে USB DVD ROM কে ‍বুটেবল করে দিলেই তো হবে। আমি কয়েকদিন আগে সাটা ড্রাইভকে ইউএসবি হিসাবে ব্যবহার করে ইনষ্টল দিলাম। http://www.shamokaldarpon.com/3308/using-sata-ide-drive-as-usb

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস