সমস্যা ও সমাধান
এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।
এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।
mehedi bhai,
Assalamu-Alaikum. Bhai i am in big trouble. My speakers are not working with WIndow 7. It says: No speakers of headphones are plugged in. But it is plugged in.The speakers were working with Windows XP. I’ve also used the trouble shooter. That couldn’t found any problem.
Please give any effective solution.
My PC configuraion:
1 GP Ram DDR2
160 GB HDD
Intel core 2 duo 2.40
Motherboard Abit 10590
রয়েল ভাই,
কোন software ছাড়া কিভাবে কোন কম্পিউটারে নিদৃষ্ট কোন web sit বন্দ করতে পারি।
জানালে খুসি হতাম।
এটা দেখুন: http://www.shamokaldarpon.com/?tag=block-website
ভাই আমি কম্পিউটার Shut Down করার পরও Cooling Fan গুলা চলতে থাকে আর Monitor এ Windows is shutting down screen দেখায়.
আমি RAM খুলে দেকছি.BIOS Check করছি.
কি করা যায় বলেন তো ?
মেহেদি ভাই সালাম জানবেন। আশা করি আমায় সাহায্য করবেন।
আমার কম্পিউটারে সমস্যার কারণে ফরমেট দিতে হয়। যার কারণে আমার কম্পিউটারের সাউন্ড চলে যায়। আমার সাউন্ড ড্রাইভার ছিল soundMax . নতুন করে উন্ডোজ ইনস্টল দেয়ার পর যখন নেট থেকে soundMax নিয়ে ইনস্টল পর দেখি সেটা ইনস্্টল হয় না। আমি বেশ কয়েকটি সাইটে চেষ্টা করেছি কোন উপকার পায়নি। সর্বশেষ আপনার মুল্যবান পরামর্শের আশায় লিখলাম।
আমাকে মেইলে জানালে খুশি হবো।
আপনার সুস্বাস্থ কামনা করছি।
আমি আমার হটমেইল একাউন্ট আউটলোক এক্সপ্রেস এ ইউজ করতে চাই। কিভাবে করব ভাই একটু বলে দেন।
এটা দেখুন
http://email.about.com/od/outlookexpressfreemail/qt/Access_a_Windows_Live_Hotmail_Account_with_Outlook_Express.htm
মেহেদি ভাই আমি একটা তথ্য জানতে চাই, দয়া করে জানাবেন
Facebooke আমি কিছু বন্ধুদেরকে add request পাঠিয়েছি ।
আমি add requester তালিকা কিভাবে দেখতে পাবো,
দয়া করে জানাবেন ।
https://www.facebook.com/invite_history.php
মেহেদী ভাই সালাম নিবেন, আশা করি ভাল আছেন। আমি গতকাল ঠিকমত আমার কম্পিউটার চালাচ্ছিলাম তারপর কম্পিউটার চালু অবস্থায় আমি নাস্তা করতে গিয়েছিলাম কিন্তু এসে দেখি আমার কম্পিউটার উলোট পালোট শুরু করে দিছে। কম্পিউটার শো করতেছে System Danger!,tracking software found!, attention Danger ! এবং xp antivirus 2012 নামের একটি পোগ্রাম সয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেছে। আমি কোন কাজ করতে পারছি না এবং কি ইন্টারনেট ও অন্য কোন প্রোগাম চালু করতে পারছি না সব ঐ শালার xp antivirus 2012 বল্ক করে দিচ্ছে। ভাই এখন আপনি বলেন আমি কি করতে পারি এবং এই xp antivirus 2012 এই জিনিসটা কি???
xp antivirus 2012 Remove করে ফেলেন তার পর computer restart দেন আশা করি সমস্যা সমাধান হবে
নমস্কার নেবেন, একটা কম্পুটার কিনেছি তার বর্ণনা এই রকম:- ১৮.৫” এলজি এলসিডি মনিটরের রেজলুশন-১৩৬০x৭৬৮, ব্রাইটনেস- ২০০, কনট্রাস্ট-৫০০০০:১, টাইম-৫এমএস; বায়োস্টার মাদারবোর্ড মডেল MCP6PB M2+, ১৪০ এএমডি স্যামপ্রন প্রসেসর, ট্রু সিঙ্গেল কোর ডিজাইন ১ এমবি টোটাল ক্যাস; জিওন রাম ১ জিবি ডিডিআর২ পিসি৬৬৭; ২৫০জিবি হার্ডিস্ক, ২২xএলজি ডিভিডি রাইটার, সুপারকম্প ইউপিএস-৬২৫ভিএ, এক্সএফএক্স এটিআই রাডিওন এইচডি৪৩৫০ ১ জিবি গ্রাফিক্স কার্ড। এক্সপি এসপি-৩, অফিস-৩, নীরো-৭, মজিলা-৬, ফক্সিট রিডার, অভ্র ইত্যাদি এবং নেট মাসে ১ জিবি। এখন আমার প্রশ্নগুলি হল– (১) আমার এই কম্পুটারটা কেমন মানের? (২) এই গ্রাফিক্স কার্ডটি কি কি কাজে লাগে? আমি এই গ্রাফিক্স কার্ডটি খুলে ফেলতে চাই। কিভাবে খুলবো? (৩) এই মদারবোর্ডে ইনবিল্ট কতটা গ্রাফিক্স আছে? (৪) কম্পুটার অন করলেই এসএমপিএস-এর পাখাতে খুব জোরে আওয়াজ হচ্ছে। এরপর কোন ফাইল খোলার পর ঐ আওয়াজ কিছুটা কমছে। এখন কি করতে হবে? (৫) টেপের ক্যাসেটে কিছু কথাবার্তা আছে; এটাকে কম্পুটারে এনে শুনবো এবং সিডি করবো কিভাবে? (৬) ফেসবুকে বাংলাভাষা সম্বন্ধে একটা পোষ্ট লিখবো কিভাবে? (৭) নেট থেকে সেভ করা ফোল্ডারের নাম এবং লেখা বাংলায় এত ছোট আসছে যে পড়া যাচ্ছেনা, নেটে আপনার লেখা পড়তেও একই সমস্যা হয়েছে, বারেবারে জুম ইন করতে হয়েছে, ইংরাজি লেখাতে কোন অসুবিধা হচ্ছেনা। (৮) নেটে কোনো ভিডিও ক্লিপ দেখতে ক্লিক করলে কয়েক সেকেন্ড করে লোড হয় আর শো হয়। এই ভাবেই চলে। কিভাবে একনাগারে দেখা যবে? (৯) সিডিতে যদি ভাইরাস থাকে তাহলে কি করনিয়? অনেকগুলি প্রশ্ন একসঙ্গে হয়ে গেল। দয়া করে আমার এই সমস্যাগুলির সমাধন দয়া করে জানালে ব্যাধিত হব। ইতি- বরুন দে
(১) আপনার কম্পিউটারটি ভাল মানের।
(২) গ্রাফিক্স সফটওয়্যার বা গেম খেলতে। চাইলে গ্রাফিক্স কার্ডটি খুলে ফেলতে পারেন। মাদারবোর্ডের সাথে কার্ডটি লাগানো আছে।
(৩) http://www.shamokaldarpon.com/?p=596 সফটৗয়্যার দিয়ে তা জেনে নিতে পারেন। এছাড়াও গ্রাফিক্স কার্ডটি খোলার পরে কম্পিউটারটি চালু হবার সময় গ্রাফিক্স কার্ডট কত তা দেখায়।
(৪) ফ্যনটি পরিস্কার করে দেখুন।
(৫) টেপের ক্যাসেটের অডিও আউট লাইনটি কম্পিউটারের লাইনইন এ লাগালে কম্পিউটারে চলবে। এবং রেকোর্ডও করতে পাররেন।
(৬) ফেসবুকে বাংলা লিখতে চাইলে অভ্র, বিজয় ২০১০+ অথবা http://unicodehelpcenter.blogspot.com/ সাইট থেকে লিখে ফেসবুকে পোষ্ট করতে পারেন।
(৭) http://unicodehelpcenter.blogspot.com/ থেকে SolaimanLipi ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং ব্রাউজারে SolaimanLipi কে ডিফল্ট করুন তাহলে ফন্ট বড় দেখাবে।
(৮) ইন্টারনেট স্পিড ৫১২+ হলে একনাগারে দেখতে পারবেন।
(৯) সিডিতে ভাইরাস থাকলে সিডির তথ্যগুলো কম্পিউটার কপি করে স্ক্যান করে আবার রাইট করে রাখতে পারেন।
ক. আমি আমার দুই টি PCতে একসাথে একটি UBS wimax net connetion, use করতে চাই–
আমার যা আছে ;-
১. ২টি Computer
২. ১টি Qubee Usb modem (wimax-1mb/s)
৩. ১টি crossover cable
কি ভাবে করতে হবে জানালে আমার উপকার হয় ।
খ.প্রস্ন্ন: আমি কি একই computerএ একই সময় ১টি dailup এবং ১টি wimax net
connection use করতে পারবো? যদি পারা যায় তবে কি ভাবে জানালে উপকৃত হব,
সকল ভাইদের নববর্ষের শুভেচ্ছা ও মঙ্গল কামনা করছি ।
আপনি নিচের পোষ্টদুটি দেখুন
http://www.shamokaldarpon.com/?p=1281
http://www.shamokaldarpon.com/?p=605
ভাই , আমার ১ম প্রস্ন্ন ছিল wimax net shearingনিয়ে : কিন্তু আপনার টিউন দুটিই LAN connection Shearing নিয়ে , জানি না আমি আপনাকে বুজাতে পারলাম কি না |
আর আমার ২য প্রস্ন্ন ছিল: একই computerএ একই সময় ১টি dailup এবং ১টি wimax net
connection use করতে পারবো কি না ? পারলে কি ভাবে আলদা আলদা net use করব ?
১. wimax net shearing একই পন্ধতিতে করা যাবে। আপনার পিসিতে আরেকটি ল্যান থাকতে হবে এই আর কি। wimax কানেকশন নিয়ে একটি ল্যানতো আসেই।
২. একই কম্পিউটার দুটি ইন্টাররনেট নিলে ব্রিজ করতে হবে। তবে আপনি দুটির স্পিড একইসাথে পাবেন না। একটি ব্যবহার করা্নি ভাল।
মেহেদী ভাই,
সালাম নিবেন, আমি Tech Tunes এ Tune লিখে post করতে গেলে নিচের লিখাটি আসে :
” (টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 0 টি)
আমি অনেক বেশি করে লিখেও ট্যাগ বাড়াতে পারছি না, কি করে ট্যাগ বাড়াবো জানালে আমার উপকার হয়!
আপনার ট্যাগ তিনটি দিতে হবে। আপনি কোন ট্যাগ দেননি তাই এমনটি হচ্ছে।
উপরের ট্যাগে কমা দিয়ে তিনটি লিখে পোষ্ট করুন।
ভাই, কি ভাবে ট্যাগ দিতে হয় জানাবেন |
পোষ্ট করার সময় উপরে Tag এর নিচে কাম দিয়ে তিনটি শব্দ লিখুন।
গত ৮.১.১২ তারিখে ৭৩১ নম্বরে আমার কিছু সমস্যার কথা জানিয়েছিলাম। সেইগুলির উত্তরের আশায় আছি।
প্রশ্ন বেশী থাকলে মেইল করতে পারেন।
Bhai windows 7 er user password kibave kulte hoy? please help me
এই পোষ্টটি দেখুন : http://www.shamokaldarpon.com/?p=1072
ভাই সালাম নিবেন আমার কিছু সমস্যার সমাধান দিলে খুশি হব সমস্যা হল অনেক সময় পুরাতন সেইভ করা word or excel ফাইল ওপেন করলে তা আর পুরাতন ফরমেট এ পাওয়া যায় না সব সেম্বলিক বা ইউনিকোড হয়ে যায় এবং ইমেইজগু্লো যা jpg & bmp ফরমেট এ তা ওপেন হয় না থামর্বাস এ দেখায় কিন্তু পিরিভিউ হয় না ফাইল এর পরিমান kb or mb ঠিক থাকে। তাকে কিভাবে পুনরায় আগের মত করা সম্ভব? ধন্যবাদ
ভাই সালাম নিবেন আমার সমস্যার সমাধান টি খুব প্রয়োজন দিলে খুশি হব সমস্যা হল অনেক সময় পুরাতন সেইভ করা word or excel ফাইল ওপেন করলে তা আর পুরাতন ফ্রন্টে এ পাওয়া যায় না সব সেম্বলিক বা ইউনিকোড হয়ে যায় ফাইল এর পরিমান kb or mb ঠিক থাকে। তাকে কিভাবে পুনরায় আগের মত করা সম্ভব? ধন্যবাদ, দয়া করে কেউ সমাধধান দিলে উপকৃত হব
ফাইলগুলো মনে হয় ভাইরাসে আক্রান্ত হয়েছে
মেহেদী ভাই, সালাম নিবেন। আমি মাত্র দু’দিন আগে একটি ডোমেইন ও হোস্টিং করেছি। কাজ জানি না । তবে ডিমওয়েভার দিয়ে দুই-একটি পেজ করেছি। একটি নিউজ পেপারের পেজ আছে। পেজে ছবিসহ লিঙ্ক দেওয়াছে। যা আমার পিসিতে এমনি বাউজ করলে দেখা যাচ্চে এবং লিঙ্ক দিচ্ছে। কিন্তু আমি সি-প্যানেলে ছিবসহ ফাইল আপলোড করার পরও আমার সাইটে ছবিও দেখাচ্ছে না লিঙ্কও দিচ্ছে না। আমার সাইটে গিয়ে একটু দেখে বিস্তারিত বলবেন, প্লিজ
http://www.itparlour.com/
Dear Mehedi Bhai,
Akta ques. chilo. Ami windows xp use kori. Amar qubee connection er ID abong password bhule gechi. ki bhahe ID abong password ferot pete pari.
Thanks
Mizan
Cell : 01618899268
E-mail : [email protected]
কিউবিতে ফোন করে আইডি পাসওয়ার্ড নিতে পারেন।
মেহেদী ভাই,
আমার কিউবি কানেকশনটি তিন মাস যাবত ডিসকানেক্ট আছে। এখন আমি কিভাবে আমার কিউবি আইডি ও পাসওয়ার্ড খুঁজে পেতে পারি (কিউবি – তে ফোন করা ছাড়া)। আমার অপারেটিং সিস্টেম windows xp.
মিজান
ডিসকানেক্ট আছে তাতে কি? ফোন করে ম্যাক নম্বরের দিয়ে আইডি ও পাসওয়ার্ড নিন।
মেহেদী ভাই,
আমার ফোন SAMSUNG GT C-3312 এই ফোন টি মডেম হিসেবে ব্যবহার করে আমি আমার PC তে কিভাবে INTERNET CONNECTION পেতে পারি ? SOFTWARE এর লিংক টি জানালে উপকৃত হব।
মিজান
ডায়ারআপ কানেকশন করুন।
http://support.microsoft.com/kb/310410
মেহেদি ভাই আমি 737 নাম্বারে কিছু ট্রিপস চেয়ে ছিলাম কিন্তু আপনি দেননি। দয়া করে একটু দিবেন
আমি আপনাকে মেইল করেছি। বলেছিলাম আমাকে ফোন করতে।
মেহেদী ভাই ,
DIAL UP ছাড়া আর কোন এর লিংক আছে কি? যেমন আমি ফোনটি কেনার সময় SELLER বলেছিল যে SAMSUNG GT C-3312 এর SAMSUNG KIES SOFTWARE ব্যবহার করে PC তে INTERNET CONNECTION পাওয়া যাবে। SAMSUNG GT C-3312 এর জন্য কোন SAMSUNG KIES SOFTWARE FREE DOWNLOAD এর ঠিকানা আছে কি যেখান থেকে আমি SOFTWARE টি FREE DOWNLOAD করে নিতে পারি এবং PC তে INTERNET CONNECTION পেতে পারি?
মিজান
http://www.samsung.com/us/kies/ এখান থেকে ডাউনলোড করতে পারেন।
আসসালামু……..ভাই আমার একটি নোটবুকে হঠাৎ গতরাত থেকে আর অন করতে পারছি না (বিদ্র: একটি পেনড্রাইভ ড়ুকিয়েছিলাম) ।অন করতে গেলে ওল্টাপাল্টা লেখা আসে, পেন ড্রইভ থেকে এক্সপি ইনস্টল করতে পারছি না । কিভাবে নতুন করে এক্সপি ইনস্টল করব একটু বলবেন কি?
ভাইরাসে আক্রান্ত হতে পারে। সিডি দিয়ে এক্সপি ইনস্টল দিন।
ভাই আমার যে cd drive নাই.আর এখন boot able pen-drive দিয়ে setup করতে গেলে বলে C Drive Corroped ,মসিবতে আছি ভাই । উদ্ধার করুন…..