সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. Lan ফাইল শেয়ার করতে পারছি না এই মেসেজ দেখায় । “you do not have permission to access \\shuvo\e. contact your network administrtor to request access”

    windows 7 বেবহার করি। একটু সাহায্য করুন PLZ

  2. ফেইসবুকে লাইক পেইজ খুলতে সমস্যা হচ্ছে পুরোপুরি পারছিনা। লাইক পেইজ খোলার বিস্তারিত নিয়ম/পদ্ধতি সহ A- Z বিষয় নিয়ে একটি ব্লগ ফিচার আসা করছি। সমকাল দর্পনের মেহেদী দাদা সহ অভিজ্ঞ সকল ব্লগারদের নিকট উদার আহব্বান।

    1. একটা প্রশ্নের উওর পেতে কত সময় তাকিয়ে…..। না পারলে তো না, এর উওর আসা করছি- তাও তো দেখছি না। এভাবে সবাই ওয়েবসাইট খুলে বসে থাকতে পারলে কি বড় হয়ে যায়। না মানুষকে নাজেহাল করে ভাব ধরে কোন প্রতি উওর না দেওয়ার মধ্যে অভিজ্ঞ ব্লগার হয়?

  3. ভাই আমি আমার কম্পিউটার এ উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। আমি যখন উউন্ডোজ দেয় তখন ভায়োসে কাজ করে তাই উইন্ডোজ দিতে পারছি না এখন আমি কি করতে পারি দয়া করে একটু বলুন।

  4. মেহেদি ভাই, কেমন আছেন?
    আমি চাচ্ছি, আমার কম্পিউটার কেউ ফেসবুক, গুগল ওয়েব সাইটে যেন না ঢুকতে পারে। এ জন্য আমি কি করতে পারি। প্লিজ ভাই একটু জানাবেন।

  5. মেহেদী ভাই
    আমি MMM সফ্টওয়্যার ডাউনলোড করেছি এবং ইনস্টল দিয়েছি কিন্তু কোন এডিট করা যায় না তাহলে কি করব ?

  6. ভাই আমি windows 8 setup দিলে ১০০% installations complete হয়ে গেলে “windows could not update the computers boot configuration ” এই মেসেজ টা আশে।কিভাবে এটা সমাধান করবো???

  7. আমার কম্পিউটার হারিয়ে গেছে আমার কাছে আইপি এডেস আছে তা দিয়ে কি কম্পিউটার পাওয়া সম্ভব..?

  8. মেহেদী ভাই আমি উইনডোজ ৭ ব্যবহার করি ।তো ইনটারনেট থেকে ডাউনলোডকৃত software ইনসটল হচছেনা । notepad এ সফট্াযরটি ওপেন হয়ে যাচছে । তাই কি করতে পারি ?

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস