জিমেইলে ওয়েবসাইট

বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সবারই ই-মেইল ঠিকানা আছে। ইহাহুতে যাদের একাউন্ট আছে তারা যেমন জিওসিটিস থেকে বিনামূল্যে (২৫ মেগাবাইট) ওয়েবসাইট তৈরী করতে পারেন তেমনই জিমেইলে যাদের একাউন্ট আছে তারা গুগলে তাদের নিজস্ব ওয়েবসাইট খুলতে পারেন। আপনার জিমেইলের ই-মেইল ঠিকানা যদি mehdi.akram[@]gmail.com হয় তাহলে আপনার ওয়েবসাইটের ঠিকানা হবে http://mehdi.akram.googlepages.com। এখানে আপনি ১০০ মেগাবাইট যায়গা পাবেন এবং ব্রাউজ করে খুব সহজে ফাইল আপলোড করতে পারবেন। এজন্য প্রথমে আপনি http://pages.google.com সাইটে ঢুকুন এবং আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার ডানে আপলোড বাটনে ক্লিক করলে ব্রাউজ করার জন্য ব্রাউজ বাটন আসবে, সেখানে ক্লিক করে আপনার ফাইলের লোকেশন দিলে তা এমনিতে আপলোড হতে থাকবে এবং আরেকটি ব্রাউজ বাটন আসবে। এভাবে আপনার ইচ্ছামত ফাইল আপলোড করতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটে জিমেইল বা অন্যকোন বিজ্ঞাপন নেই।সুতারাং যাদের জিমেইলে একাউন্ট আছে তারা এখনই নিজের জন্য একটা ওয়েবসাইট খুলতে পারেন। আর যাদের জিমেইল একাউন্ট নেই তারা নতzন একাউন্ট পেতে mehdi.akram[@]gmail.com ঠিকানাতে মেইল করুন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস