ওয়েবসাইটের আর্কাইভ দেখা

অনেক সময় আমাদের কোন ওয়েবসাইটের পুরাতন সংস্করণ দেখার প্রয়োজন হয় বা মেয়াদ উত্তীর্ণ কোন ওয়েবসাইটের তথ্য দেখার দরকার পরে। এসকল তথ্য আপনি চাইলে সহজেই পেতে পারেন “ওয়েব্যাক মেশিন” থেকে। এমনই একটি ওয়েব্যাক মেশিন এর ওয়েবঠাকানা হচ্ছে http://web.archive.org

ওয়েবসাইটের পুরাতন তথ্য পেতে প্রথমে আপনাকে http://web.archive.org ‌এ যেতে হবে।

এবার Enter a URL or words related to a site’s home page ইনপুট বক্সে আপনার কাঙ্খিত ওয়েবসাইটের ঠিকানা লিখে এন্টার করুন। ধরুন আপনি www.royaltechbd.com এর পুরাতন তথ্য দেখবেন। তাহলে www.royaltechbd.com লিখে এন্টার করলে, উক্ত ওয়েবসাইটের কতগুলো স্ন্যাপশট সেভ আছে এবং স্ন্যাপশট কবে থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ কত তারিখ পর্যন্ত আছে তার তারিখ দেখাবে। এবং নিচের ক্যালেন্ডারে হটস্পট হিসাবে কত তারিখে কত সংখক স্ন্যাপশট সেভ আছে তা দেখাবে।

এবার যে দিনের স্ন্যাপশট দেখতে চান সেই তারিখের উপরে মাউস রাখলে একাধিক স্ন্যাপশট থাকলে সময়ের তালিকা দেখাবে।

এবার উক্ত সময়ের উপরে ক্লিক করলে উক্ত দিন এবং সময়ের ওয়েবসাইটটি কেমন ছিলো দেখতে পারবেন।

সাধারণত বিভিন্ন ওয়েবসাইটের স্ন্যাপশট এই “ওয়েব্যাক মেশিন” সয়ংক্রিয়ভাবে সেভ করে রাখে। তবে আপনি চাইলে ম্যানুয়ালী যেকোন ওয়েবসাইটের স্ন্যাপশট সেভ করতে পারবেন https://web.archive.org/save এ থেকে।

এধরনের আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে সাধারণত একটি স্ন্যাপশট সেভ করে রাখা যায়।

www.archive.vn, www.archive.md, www.archive.fo ইত্যাদি।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস