প্রমোশনাল এসএমএস যেভাবে বন্ধ করবেন

বিভিন্ন কোম্পানির প্রচার করার জন্য বিভিন্ন এসএমএস দিয়ে থাকে। সময় অসময়ে আসতে থাকা এসকল এসএমএস অনেকের কাছে খুবই বিরক্ত লাগে। মোবাইল ফোনে গ্রাহকরা অপারেটরদের এসকল প্রমোশনাল এসএমএস বন্ধ করতে চাইলে “ডু নট ডিস্টার্ব” বা “ডিএনডি” মাধ্যমে তা বন্ধ করতে পারবেন। এজন্য ২৪ এপ্রিল ২০২১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে তা প্রচারের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি উক্ত বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এসব এসএমএস বা ক্যাম্পেইন বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। বেশ কয়েক বছর আগেই গ্রাহকের জন্য এসব এসএমএস বন্ধের অপশন রাখতে অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু গ্রাহকরা এ বিষয়ে সেবা বন্ধের বিষয়টি জানতেন না।
“ডু নট ডিস্টার্ব” বা “ডিএনডি” সেবাটি যেন গ্রাহকরা নেন সেজন্য সচেতনতা তৈরি করতে প্রচারণা শুরু করেছে বিটিআরসি।

বিভিন্ন অপারেটশের গ্রাহকরা নিচের কোড ডায়াল করে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন।
গ্রামীণফোন *১২১*১১০১#,
বাংলালিংক *১২১*৮*৬#
রবি ও এয়ারটেল *৭#
টেলিটক *155#

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস