পশ্চিমারাদের সভ্যতা এক শুয়রের বাচ্চা

পশ্চিমারাদের সভ্যতা শুয়রের বাচ্চা, আর দুমুখো সাপ
মুখে সভ্যতার বুলি, অথচ করে যাচ্ছে সব জঘন্য পাপ।
যে শিশুগুলো হাঁটতেও শেখেনি চলে গেল জান্নাতে,
আকাশ বাতাস ভারি হলো মায়ের বুক ফাটা কান্নাতে।
যে আইসক্রীম গাড়ি ছিলো বাচ্চাদের খেলার ময়দানে,
সেই গাড়িতে লাশের স্তুপ নিয়ে চলেছে কোন গোরস্থানে।
হাসপাতাল, এ্যম্বুলেন্স সবই আজ শকুনে থাবার নিচে
এনেস্থিসিয়া ছাড়াই মোর বোন অপারেশনে কাতরাচ্ছে।
কাফনের কাপড় নিয়ে সদা প্রস্তুত থাকে সকল শিশু-বৃদ্ধ
জন্মের পরেই প্রতিজ্ঞাবদ্ধ আল-আকসা ফিরিয়ে আনার যুদ্ধ।
সবাই জানতো গাজা শহর শুয়রের বাচ্চাদের দখলে,
না, না, গাজা ছাড়া বাকি দেশেগুলো শুয়রের আঁচলে।
আমি কি করেছি সেসময় আসবে এমন প্রশ্নও
সিজদায় লুটিয়ে হয়তো চোখের পানি ফেলেছি কখনও।

০৫/১১/২০২৩

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস