সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৮ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইয়াহুর নতুন দুটি ডোমেইন

admin | June 20, 2008, 2:22 AM

জনপ্রিয় ওয়েবভিত্তিক ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু নতুন করে গ্রাহক বৃদ্ধির জন্য এর @yahoo.com সাথে আরো দুটি ডোমেইন যুক্ত করছে। ফলে এখন থেকে (বিনামূল্যে) একাউন্ট রেজিষ্টেশন করতে গেলে ডোমেইনের যায়গায় ড্রপডাউনের সাহায্যে আনান্য দুটি ডোমেইন পছন্দ করা যাবে। ডোমেইন দুটি হচ্ছে @ymail.com এবং @rocketmail.com। আপনি যদি [email protected] নামে আইডি খোলা থাকে তার পরেও আপনি [email protected] এবং [email protected] নামে নতুন করে রেজিষ্টেশন করতে পারবেন। আর www.ymail.com এবং www.rocketmail.com তে প্রবেশ করলে তা সয়ংক্রিয়ভাবে https://login.yahoo.com সাইটে ফরওয়ার্ড হয়। তবে লগইন করার সময় আপনি যদি yourid ব্যবহার করেন তাহলে তা [email protected] মেইল নির্দেশনা করবে। [email protected] বা [email protected] তে লগইন করতে হলে আপনাকে পূর্ণ ইমেইল ঠিকানা লিখতে হবে। কারণ ঠিকানার জন্য ইয়াহু আইডি হচ্ছে yourid এবং [email protected] বা [email protected] ঠিকানার জন্য ইয়াহু আইডি হচ্ছে পূর্ণ ইমেইল ঠিকানা। ইয়াহু মেইলের ভাইস প্রেসিডেন্ট জন ক্রেমারের মতে ইয়াহুর অগণিত আইডি রয়েছে এবং বৈচিত্র্যের জন্য নতুন ডোমেইন চালু করেছে। এতে তাদের গ্রাহক আরো দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করছেন।

১টি মন্তব্য

মন্তব্য করুন