অসীম ধারণক্ষমতার ই-মেইল ঠিকানা

বিনামূল্যে ই-মেইল সেবার প্রতিযোগীতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছেই। চলছে কে কত বেশী সুবিধা ও যায়গা দিতে পারে। এর মধ্যে ইয়াহু! ১ গিগাবাইট, ইটমেইল ১ গিগাবাইট, জিমেইল ২.৮ গিগাবাইট, ইনবক্স ২ গিগাবাইট, মেইল নেশন ১০০০ গিগাবাইট যায়গা দিচ্ছে। কিন্তু রেডিফ মেইল সম্প্রতি অসীম যায়গার (আনলিমিটেড স্পেস) ঘোষণা দিয়েছে। www.rediff.com বা www.rediffmail.com থেকে বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন। রেডিফ মেইলে অনান্য মেইল ঠিকানা যুক্ত করা (অন্য ঠিকানা থেকে মেইল করা), সয়ংক্রিয়ভাবে মেইল ঠিকানা সেভ করা, ইমেইল ঠিকানা ব্লক করা, ভ্যাকেশন রিসপন্স, মেইল সর্টিং, সাক্ষর যুক্ত করা, অনান্য ই-মেইলের মেইল পড়া, পপ৩ মেইল একসেস করা যাবে। মজার বিষয় হচ্ছে রেডিফ মেইলে ইংরেজী সহ হিন্দি, মারাতি, তামিল, তেলুগু, আসামীজ, বাংলা, গুজরাটি, কান্নাডা, মালায়ালাম, ওড়িয়া এবং পাঞ্জাবী ভাষাতে মেইল ব্যবহার করা যাবে। এছাড়াও ওয়েব সাচিংসহ অনেক সুবিধা রয়েছে।

১ Comments on "অসীম ধারণক্ষমতার ই-মেইল ঠিকানা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস