সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়েব ব্রাউজারকে ডিফল্ট করা

মেহেদী আকরাম | October 7, 2009, 7:23 PM

একটি কম্পিউটারে একাধিক ওয়েব ব্রাউজার ইনস্টল করা থাকলে ম্যানুয়ালী বা ব্রাউজার খোলার সময় ডিফল্ট করতে হয়। তাছাড়া বহনযোগ্য ফায়ারফক্স ব্রাউজার ডিফল্ট করতে ঝামেলা হয়। একটি সফটওয়্যার দ্বারা যদি সহজেই ব্রাউজারকে ডিফল্ট করা যায়। ডিফল্ট ব্রাউজার নামের ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যারটি http://windowsxp.mvps.org/defaultbrowser.htm থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যাটি চালু করে পছন্দের ব্রাউজারটি নির্বাচন করে Apply করুন।

১টি মন্তব্য

  1. মেহেদী ভাই এর এই শিক্ষনীয় লেখা গুলো আমার খুব ভাল লাগে। তাই মেহেদী ভাইকে ধন্যবাদ।

মন্তব্য করুন